মেট্রোরেলের যুগে বাংলাদেশ- প্রতিদিনের সকাল এডভারটাইজ
ঢাকাWednesday , 22 January 2025
  • Canvas Properties Ads- Pratidiner Sokal
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা সম্ভব না-ও হতে পারে, ধারণা চিকিৎসকদের

অনলাইন ডেস্ক
January 22, 2025 2:49 am
Link Copied!

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা সম্ভব না-ও হতে পারে। বার্ধক্য ও নানা রোগে আক্রান্ত হওয়ার কারণে তাঁর শারীরিক সক্ষমতা যথেষ্ট না থাকায় এমন ধারণা করছেন চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে মেডিক্যাল বোর্ডকে এই সিদ্ধান্ত নিতে হতে পারে বলে আমি ধারণা করছি।

বিকল্প হিসেবে তাঁকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে, যাতে লিভারের ওপর চাপ না পড়ে।

চিকিৎসকরা বলেন, ‘শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল, তখন বিদেশ নিয়ে আসতে পারলে লিভার প্রতিস্থাপনের সুযোগ ছিল। মেডিক্যাল বোর্ড নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করছে। রিপোর্ট অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি তাঁকে যুক্তরাজ্যে নিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

গ্রামীনফোন বাংলাদেশে এই প্রথম লিমিটলেস ইন্টারনেট