মেট্রোরেলের যুগে বাংলাদেশ- প্রতিদিনের সকাল এডভারটাইজ
ঢাকাTuesday , 21 January 2025
  • Canvas Properties Ads- Pratidiner Sokal
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক
January 21, 2025 7:57 pm
Link Copied!

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসায় সোমবার (২০ জানুয়ারি) তাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, এক শুভেচ্ছা বার্তায় শিগেরু ইশিবা বলেন, তার দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বিশ্বস্ততার সম্পর্ক গড়তে চায়। জাপান আর আমেরিকা হচ্ছে পরস্পরের সামরিক মিত্র।

তাছাড়া এক দেশে আরেক দেশের বিনিয়োগও বেশি। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন আমেরিকার মিত্র দেশগুলোকে সামরিক ব্যয় বাড়াতে চাপ দিয়েছিলেন। এবার ট্রাম্প বাণিজ্যে শুল্ক বাড়ানোর কথা বলেছেন।

প্রধানমন্ত্রী ইশিবা টোকিওতে সাংবাদিকদের বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কের বহুপক্ষীয় কাঠামোর বাইরে দ্বিপক্ষীয় সম্পর্ক কাঠামো বেশি পছন্দ করছেন।

ইশিবা আরও বলেছেন, কীভাবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হবে তা সত্যিকারের আলোচনার মাধ্যমে তা আমি প্রতিষ্ঠা করতে চাই।

মঙ্গলবার সকালে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘প্রধানমন্ত্রী ইশিবা প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি অভিনন্দনপত্র পাঠিয়েছেন।’

প্রসঙ্গত, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আইওয়ায়া সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তাকেশি আমেরিকার নতুন পররাষ্ট্রমন্ত্রী কিউবান বংশোদ্ভূত মার্কো রুবিও’র সাথে বৈঠকে বসতে চেয়েছেন।