দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই কর্মদিবসের শেষ দিনে লেনদেন ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার বেশি হয়েছে। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মূল্যসূচকের ঊর্ধ্বমুখি অবস্থায় লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬.৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর সূচক ‘ডিএসইএস’ ১.৬ পয়েন্ট বেড়ে ১১৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.১ পয়েন্ট বেড়ে ১৯২৫ পয়েন্টে অবস্থান করছে।
এ ছাড়া ডিএসইতে ৪৯৯ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৯২ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৫ টি কোম্পানির, বিপরীতে ১৫৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
আজ ১৭ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ৩৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- অরিয়ন ইনফিউশন, এডিএন টেলিকম, ফারইস্ট নিটিং, এশিয়াটিক ল্যাব, খান ব্রাদার্স পিপি,আফতাব অটোমোবাইলস, বেস্ট হোল্ডিংস, ডিএসএসএল, অরিয়ন ফার্মা ও তৌফিকা ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- বেস্ট হোল্ডিংস, ইফাদ অটোস, কপারটেক, সোনারগাঁ টেক্সটাইল, বিপিপিএল, প্রিমিয়ার সিমেন্ট, অরিয়ন ফার্মা, স্টাইল ক্র্যাফট, ওয়াটা কেমিক্যাল ও বিবিএস ক্যাবলস।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এওএল, বিআইএফসি, এশিয়াটিক ল্যাব, ফাইন ফুডস, আফতাব অটোমোবাইল, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিকস, নিউ লাইন ক্লথিং, মিডল্যান্ড ব্যাংক ও ঢাকা ডাইং।