মেট্রোরেলের যুগে বাংলাদেশ- প্রতিদিনের সকাল এডভারটাইজ
ঢাকাTuesday , 21 January 2025
  • Canvas Properties Ads- Pratidiner Sokal
আজকের সর্বশেষ সবখবর

ডুব দিতে কুম্ভ মেলায় যাচ্ছেন মোদি-শাহ

অনলাইন ডেস্ক
January 21, 2025 7:53 pm
Link Copied!

আস্থার ডুব দিতে কুম্ভ মেলায় যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি সেখানে যাওয়ার কথা রয়েছে দেশটির উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়েরও।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সংবাদ প্রতিদিন জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ ফেরুয়ারি প্রয়াগরাজ যাবেন তারা। এ ছাড়াও এই ধর্মীয় অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।

এর আগে মহাকুম্ভে অংশগ্রহণের জন্য দিল্লিতে এসে মোদিকে আমন্ত্রণ জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মোদি মহাকুম্ভে অংশগ্রহণের ইচ্ছার কথা জানিয়েছেন এবং মহাকুম্ভের জন্য বর্তমানে প্রয়াগরাজে যে বিপুল জনসমাগম হচ্ছে, সেদিকে খেয়াল রেখে সেখানে নিরাপত্তা জোরদার করা হবে।

প্রয়াগরাজে গঙ্গাপূজার করার পাশাপাশি ‘অমৃতস্নান’ করবেন প্রধানমন্ত্রী মোদি। এ ছাড়া সেখানে অস্থায়ী আখড়ায় থাকা সাধুদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কুম্ভ মেলায় পা রাখতে পারেন আগামী ১০ ফেব্রুয়ারি। তিনিও সেখানে ‘অমৃতস্নান’ করবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া ১ ফেব্রুয়ারি সঙ্গমে স্নান করতে যেতে পারেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাবেন আগামী ২৭ জানুয়ারি।

জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়া কুম্ভ মেলা চলবে শিবরাত্রি অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবারে প্রথম অমৃতস্নান হওয়ার পর, ফের অমৃতস্নানের যোগ রয়েছে চলতি মাসের ২৯ তারিখ মৌনি অমাবস্যা, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বসন্ত পঞ্চমী, ১২ তারিখ মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে।