মেট্রোরেলের যুগে বাংলাদেশ- প্রতিদিনের সকাল এডভারটাইজ
ঢাকাSunday , 19 January 2025
  • Canvas Properties Ads- Pratidiner Sokal
আজকের সর্বশেষ সবখবর

নবীন উদ্যোক্তাদের বিনিয়োগ নিশ্চিতে কাজ করা হবে : ড. ইউনূস

অনলাইন ডেস্ক
January 19, 2025 11:10 am
Link Copied!

নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে কোনো বিপদে না পড়েন এবং নিরাপদে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবীন উদ্যোক্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকে ১৫ জন নবীন নারী ও পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তারা তাদের ব্যবসার অভিজ্ঞতা এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সংগ্রামের গল্প তুলে ধরেন। সামাজিক ব্যবসা প্রসারে গ্রামীণ টেলিকম ট্রাস্ট এবং গ্রামীণ ট্রাস্ট থেকে পাওয়া বিনিয়োগ কীভাবে তাদের শূন্য থেকে সফল উদ্যোক্তা হতে সাহায্য করেছে, সে গল্পও তারা শোনান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উদ্যোক্তাদের গল্প শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাদের প্রশংসা করেন। তিনি বলেন, “আপনাদের জীবনের গল্পগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক। নবীন উদ্যোক্তাদের যেন কোনো সমস্যায় পড়তে না হয় এবং তারা নিরাপদে কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব।”

উদ্যোক্তারা তাদের বিভিন্ন অভিজ্ঞতার পাশাপাশি বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। তারা বলেন, গ্রামীণ টেলিকম ট্রাস্ট এবং গ্রামীণ ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন। এছাড়া দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের দেওয়া পরামর্শ থেকে অনেক কিছু শিখলাম। আমরা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং আপনাদের সফলতা নিশ্চিত করার জন্য আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

গ্রামীনফোন বাংলাদেশে এই প্রথম লিমিটলেস ইন্টারনেট