মেট্রোরেলের যুগে বাংলাদেশ- প্রতিদিনের সকাল এডভারটাইজ
ঢাকাSaturday , 22 February 2025
  • Canvas Properties Ads- Pratidiner Sokal
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা বাবুল হোসেন ছেলেকে দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে কোনাবাড়ীতে

শাফিন আহমেদ
February 22, 2025 8:35 pm
Link Copied!

গাজীপুর মহানগরের কোনাবাড়ী বিএনপি সাধারণ সম্পাদক বাবুল হোসেনের ছেলে ওয়াসিফ সালিমের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত দশটায় এশরার নগর হাউজিং সোসাইটিতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দোকানপাট ভাঙচুর ও হাউজিং এলাকায় বসবাসকারী ৫ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

দলীয় প্রতিপক্ষের পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোনাবাড়ী বিএনপি নেতা বারেক সরকারকে হত্যাচেষ্টা ও ত্রাসের রাজত্ব কায়েম করা বাবুল হোসেন বিএনপির হাইকমান্ডের নির্দেশ না মেনে স্থানীয় রাজনৈতিক ক্ষমতার আধিপত্য বিস্তারের লক্ষ্যে দখল, চাঁদাবাজি, জুট সিন্ডিকেটসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ও তার ছেলে ওয়াসিফ সালিম কোনাবাড়ী এলাকায় একের পর এক ঘটনায় রাজত্ব কায়েম করেই চলেছে। স্থানীয় এলাকাবাসী চরম অনিশ্চয়তায় দিনপার করছে।

জানা যায়, হাউজিং সোসাইটির সভাপতি সালাউদ্দিন সিদ্দিকীর মৃত ছেলের কুলখানি করার জন্য আলোচনায় বসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিটিংয়ে সভাপতি সালাউদ্দিনের ছেলে উজ্জ্বলের সাথে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। উজ্জ্বল বাকবিতন্ডার বিষয়টি কোনাবাড়ী থানা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী ওয়াসিফ সালিমকে জানায়। পরে ওয়াসিফ সালিম তার সস্ত্রাসী বাহিনী নিয়ে হাউজিং এলাকায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দফায় দফায় তান্ডব চালায়। এ সময় হাউজিং এলাকায় অবস্থিত প্রায় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে দুর্বৃত্তরা। হামলার সময় কোনাবাড়ী এশরার নগর হাউজিং সোসাইটির যুগ্ম সাধারণ মো: ফজলুর রহমানের পরিবার ও সাধারণ সম্পাদক মো: আব্দুল বারেকের নাতী জুবায়ের হাসান আনম সহ আরো কয়েকজনকে বেধম মারধর করে সস্ত্রাসীরা।

সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা বর্ণনা দিয়ে ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও এশরার নগর হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরকার বলেন, “হাউজিং সোসাইটির একটি উঠান বৈঠকে কোনাবাড়ী থানা বিএনপি সাধারণ সম্পাদক বাবুল হোসেনের ছেলে ওয়াসিফ সালিমের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে হাউজিং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের দোকান পাট ও মোটরসাইকেল ভাংচুর করে রামদা, সড়কি, লাঠিসোঁটা দিয়ে ফিল্মি স্টাইলে অতর্কিত হামলা চালায়।”

তিনি আরও বলেন, “বিগত ১৭ বছরে এমন ঘটনা হাউজিংয়ে ঘটেনি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যেন সন্ত্রাসীদের সিসি টিভি ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে। সন্ত্রাসী বাহিনী হাউজিংয়ে প্রায় ৩০ টি দোকানে হামলা চালায়। ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং ১০ টি বাড়ীতে হামলা করে বাসার জানালার গ্লাস ভাংচুর করে”।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় রাজনৈতিক ক্ষমতার আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনাবাড়ী থানা সাধারণ সম্পাদক বাবুল হোসেন। দেশের পট পরিবর্তন পরবর্তী দখল, চাঁদাবাজি, জুট সিন্ডিকেটসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত বাবুল হোসেন ও তার ছেলে ওয়াসিম ছালিমের সন্ত্রাসী বাহিনী নিয়ে একের পর এক ঘটনা ও হুমকি-ধামকি দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এতে এলাকাবাসী চরম অনিশ্চয়তায় দিনপার করছে।

সংঘর্ষকালে বাবুল হোসেনের ছেলে ওয়াসিফ ছালিমের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীরা আব্দুল বারেক সরকারকে হত্যাচেষ্টায় এগিয়ে আসলে তার নাতী জুবায়ের হাসান আনম দুর্বত্তদের বাধা প্রয়োগ করলে আনমকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ বিষয়ে জুবায়ের হাসান আনম বলেন, “সোসাইটির একটি মিটিংয়ে নানাভাই (বারেক সরকার) এর সাথে ছিলাম, মিটিংয়ের মধ্যে ওয়াসিফ সালিম তার সন্ত্রাসী সঙ্গীদের সঙ্গে নিয়ে ধুম্রজাল সৃষ্টি করে এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দিয়ে ওয়াসিফ সালিম ও তার সহযোগীরা মিলে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত করে এক পর্যায়ে আমার মুঠোফোন ছিনিয়ে নেয়”।

 হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবিতে শনিবার দুপুরে কোনাবাড়ীর হাউজিং সোসাইটির শতাধিক বাসিন্দা মানববন্ধন করেন।

কোনাবাড়ি মেট্রো থানার (ওসি) নজরুল ইসলাম বলেন, উক্ত ঘটনাকে কেন্দ্র করে তদন্ত চলেছে তদন্তের ফলাফল হাতে পেলেই  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

গ্রামীনফোন বাংলাদেশে এই প্রথম লিমিটলেস ইন্টারনেট