মেট্রোরেলের যুগে বাংলাদেশ- প্রতিদিনের সকাল এডভারটাইজ
ঢাকাTuesday , 21 January 2025
  • Canvas Properties Ads- Pratidiner Sokal
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধীর কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, ঢামেকে ভর্তি ৭

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারির ঘটনায় দুই নারীসহ ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটর বৈষম্যবিরোধীর কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের মোছা. আনতা মিম (২০), দনিয়া কলেজের মোছা. রাবেয়া (১৯), তেজগাওঁ কলেজের আশরাফ উদ্দিন বাবু (১৯), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইমরান হোসেন (২২), মাকছুদুর রহমান (২৪) আলামিন (২২) ও ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী মো. হাসিব (২০)।

আল হাসিব বিন শান্ত ও আহত ইমরান বলেন ডেমরায় প্রিথু নামের এক সহযোদ্ধাকে গতকাল সোমবার সমন্বয়কদের সামনে মারধর করা হয়। আজ বিকেলে আমদেরকে বাংলামোটরের বৈষম্যবিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে মীমাংসার জন্য ডাকা হয়েছিল। সেখানে যাওয়া মাত্রই নাঈমের নেতৃত্বে ৮/১০ জন মিলে মারধর করে। এতে সাতজন আহত হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত সাত শিক্ষার্থীর জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

গ্রামীনফোন বাংলাদেশে এই প্রথম লিমিটলেস ইন্টারনেট