অবশেষে অপেক্ষার অবসান, যাত্রা শুরু করল ‘প্রতিদিনের সকাল’। এর মাধ্যমে দেশের গণমাধ্যম জগতে যুক্ত হলো নতুন একটি নাম। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা তুলে ধরাই মূল লক্ষ্য। তবে আনুষ্ঠানিকভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন ছাড়াই যাত্রা শুরু করলো ‘প্রতিদিনের সকাল’।
যা বললেন সম্পাদক
অনলাইন পোর্টাল ‘প্রতিদিনের সকাল’ সম্পাদক সালাহউদ্দিন মিঠু। তিনি বলেন, একটি সুদক্ষ এবং তরুণ দক্ষ কারিগরদের নিয়ে আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি অনেক অনলাইন পোর্টালের ভিড়ে আমাদের পোর্টালটি অনন্য সাধারণ হয়ে উঠবে।’ আমাদের অবহেলিত জনপদ, অবহেলিত জনগণ, তাঁদের কথা, তাঁদের চাওয়া ‘প্রতিদিনের সকাল’ পোর্টালে প্রতিফলিত হবে। অভাব অভিযোগ অনটন, সুখ–দুঃখ, হর্ষ–বিষাদ—সবকিছুই আমরা তুলে ধরব। ’