যেকোনো মূল্যে সীমান্ত সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৯ জানুয়ারি) সকালে বিসিএস ও জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেকোনো মূল্যে দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। আগে ভারতকে ছাড় দেয়া হলেও এখন আইনত যা পাওয়া যাবে তা আদায় করা হচ্ছে। আগামীতে সীমান্ত নিয়ে কোনোও ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ‘দেশের অন্যতম সমস্যা দুর্নীতি। সেটির ব্যাপারে বর্তমান সরকার জিরো টলারেন্সে আছে। এছাড়া ভূমি নিয়ে নানা জটিলতা বৃদ্ধি পাচ্ছে, ফলে কৃষি জমি দিনদিন কমে যাচ্ছে।’