মেট্রোরেলের যুগে বাংলাদেশ- প্রতিদিনের সকাল এডভারটাইজ
ঢাকাTuesday , 21 January 2025
  • Canvas Properties Ads- Pratidiner Sokal
আজকের সর্বশেষ সবখবর

কিউবাকে আবারও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করল ট্রাম্প

অনলাইন ডেস্ক
January 21, 2025 7:54 pm
Link Copied!

অভিষেকের পর কিউবাকে সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে পুনরায় সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত হল কিউবা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ের আগ মুহূর্তে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কিউবাকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।

কিন্তু, আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের এক ঘণ্টা পর হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের এক লম্বা তালিকা বাতিল করে দিয়েছেন। এর মাঝে কিউবার সন্ত্রাসবাদের ইস্যুটিও রয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের ঐ ঘোষণার পর কিউবা ৫২৩ জন বন্দিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যার মধ্যে ছিলেন ২০২১ সালের গণআন্দোলনে আটক কিউবার বিরোধী দলীয় নেতা ড্যানিয়েল ফেরার।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প এরকম আচরণ করছে তার অহংবোধ থেকে। যা সত্যের প্রতি অশ্রদ্ধা।’

তিনি আরও লিখেছেন, ‘ট্রাম্পের এরকম সিদ্ধান্তে আমি বিস্মিত হইনি। তার লক্ষ্য হচ্ছে আধিপত্য বজায় রাখতে কিউবার বিরুদ্ধে ভয়ানক এক অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাওয়া।’

প্রসঙ্গত, সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে আমেরিকার এই তালিকায় কিউবা ছাড়া আর যে সব তিন দেশ আছে। সেগুলো হল- ইরান, উত্তর কোরিয়া ও সিরিয়া।