মেট্রোরেলের যুগে বাংলাদেশ- প্রতিদিনের সকাল এডভারটাইজ
ঢাকাThursday , 6 February 2025
  • Canvas Properties Ads- Pratidiner Sokal
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ছাত্রদল কর্মীকে কোপালো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
February 6, 2025 12:07 am
Link Copied!

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় শরীয়তপুর সদর উপজেলার ছাত্রদল কর্মী জিহাদ শিকদারকে হত্যা চেষ্টা। গত সোমবার (৩রা ফেব্রুয়ারী) দুপুর দিকে পালং মডেল থানাধীন উত্তর মধ্যপাড়া সাকিনন্থ এলাকায় বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। উল্লেখিত ঘটনাকে কেন্দ্র করে পালং থানায় আহত ব্যক্তি পালং থানায় সাধারণ ডায়েরি করেন।
ঘটনায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সিফাত হাওলাদার (২২), সিজান মোল্লা (২৫)। মূলত রাজনৈতিক বিষয়াদি পূর্ব শত্রুতার রেশ ধরে সোমবার দুপুরে মনির চৌকিদারের মুদি দোকানের সামনে কিশোর গ্যাংয়ের লিডার সিফাত, সিজানসহ আরও সন্ত্রাস বাহিনী দিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ সুসজ্জিত ভাবে পরিকল্পনা মাফিক জিহাদ শিকদারের পথরোধ করে হত্যা চেষ্টা চালায়। এক পর্যায়ে আশ পাশে লোকজন জড়ো হলে ছাত্রলীগ সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে যাওয়ার সময় জিহাদ শিকদারের পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। এ নিয়ে শরীয়তপুর ছাত্রদল সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় এলাকার লোকজনের সহায়তায় শরীয়তপুর সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
নাম না প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করলে এক পর্যায়ে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি পোচ দেয়। আশেপাশে লোকজন জড়ো হলে এলাকার মুরুব্বিরা বাধা দিলে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা দ্রুত কেটে পরে।
অন্যদিকে আহত শিকদার দাবি করেন, ‘সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা সিফাত, সিজানের খুটির জোড় অনেক। বড় লবিং ও বিএনপির বড় নেতাদের সাথে সখ্যতা থাকার কারনে এলাকায় দেদারসে দাপিয়ে বেড়ায়।

গ্রামীনফোন বাংলাদেশে এই প্রথম লিমিটলেস ইন্টারনেট